ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে দিশা দেখাচ্ছে এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেড
নতুন পয়গাম, নিউটাউন:
ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখলেও অনেক শিক্ষার্থী মেধা বা আর্থিক কারণে হতাশ হন। নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সরকারি আসন না পাওয়ায় সেই স্বপ্ন অপূর্ণ থেকে যায়। এই পরিস্থিতিতে বিদেশে কম খরচে ডাক্তারি পড়ার সুযোগ করে দিচ্ছে এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেড। ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থার উদ্যোগে কিরগিজস্তান, কাজাকিস্তানসহ প্রায় দশটি দেশে পড়াশোনা করছে প্রায় ৩০০ শিক্ষার্থী। ইতিমধ্যে দেড়শোরও বেশি ছাত্র দেশে ফিরে চিকিৎসক হিসেবে কাজ করছেন।
শনিবার নিউটাউনের ইকো পার্কে “হোয়াইট কোর্ট সেরিমনি” শীর্ষক সমাবর্তন উৎসবে সফল ডাক্তার ও নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, আল-আমিন মিশনের ডিরেক্টর দিলদার হোসেন, শিক্ষানুরাগী পবন কুমার পাতাওদি, মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ। এছাড়াও কিরগিজস্তানের বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষাবিদ ডা. দানিয়াল শি. চিঙ্গিশপায়েভ, ডা. এম. নাদিম জাফর, কান্যকেই ঝুনুশোভা সহ অনেকে উপস্থিত ছিলেন।
মুর্শিদাবাদের ইনজামামূল সরকার, যিনি এডুসলভের সহায়তায় কিরগিজস্তান থেকে ডাক্তারি শেষ করেছেন, বলেন—মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা তাঁর স্বপ্ন পূরণ হয়েছে এই প্রতিষ্ঠানের হাত ধরেই। দেশি-বিদেশি পড়াশোনার মধ্যে বিশেষ পার্থক্য নেই বলেও জানান তিনি।
অনুষ্ঠানে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, রাজ্যে আরও বেশি ডাক্তার গড়ে তুলতে বিকল্প উদ্যোগ জরুরি। তিনি চিকিৎসকদের মানবিক ব্যবহার বজায় রাখার আহ্বান জানান এবং প্রত্যেককে অন্তত দশজন সুবিধাবঞ্চিত মানুষের দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন।
এডুসলভের প্রতিষ্ঠাতা ডা. রাকেশ হোসেন বলেন, অনেক অভিভাবকের মনে বিদেশে পড়াশোনা নিয়ে সংশয় থাকে। তবে সংস্থা শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকে, এমনকি দেশে ফিরে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়া পর্যন্তও সহযোগিতা করে। ইতিমধ্যে অনেকেই সফলভাবে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চিকিৎসক হিসেবে কাজ করছেন।
অনুষ্ঠানে চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে মিট অ্যান্ড গ্রিট সেশন হয়, যেখানে অভিজ্ঞরা তাঁদের অভিজ্ঞতা ভাগ করেন। দিনশেষে সঙ্গীতশিল্পী তন্ময় কর ও তাঁর দলের গান পরিবেশনে অনুষ্ঠানের আবহ হয়ে ওঠে স্মরণীয়। আয়োজকদের মতে, এ ধরনের উৎসব নতুন প্রজন্মের ডাক্তারদের আত্মবিশ্বাসী করে তুলবে এবং মানবতার সেবায় আজীবন অঙ্গীকারবদ্ধ থাকার অনুপ্রেরণা দেবে।